অনলাইন ডেস্ক
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের চার পদে লিখিত ও ব্যবহারিকে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট ভবনে এ নেওয়া হবে।
পদগুলো হলো- সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ক্যাটালগার, হিসাবরক্ষক ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
বৃহস্পতিবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূলকপি ও এক সেট সত্যায়িত ফটোকপি আনতে হবে।
মুক্তিযোদ্ধা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), কম্পিউটার প্রশিক্ষণের সনদ বা অন্যান্য সনদের (প্রযোজ্য ক্ষেত্রে) মূল কপি ও সত্যায়িত ফটোকপি। জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্বের সনদপত্র ও প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র এবং তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আনতে হবে।
প্রার্থীদের পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম), ৩৪, তোপখানা রোড, ঢাকায় রিপোর্ট করতে হবে।
Discussion about this post