বাংলাদেশ
১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা সদ্য প্রকাশিত বইটির নাম কী ?
উত্তর :আমার দেখা নয়াচীন।
২। কবে কোন প্রতিষ্ঠান থেকে আমার দেখা নয়াচীন বইটির প্রকাশিত হয় ?
উত্তর :২ ফেব্রুয়ারি ২০২০, বাংলা একাডেমি থেকে।
৩। আমার দেখা নয়াচীন বইটি কবে লেখা হয়েছিল ?
উত্তর :১৯৫৪ সালে।
৪। ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের সরকার কোন সংস্থা গঠন করতে যাচ্ছে ?
উত্তর :অ্যাসেট ম্যানেজমেন্ট করপোরেশন।
৫। ৩০ জানুয়ারি ২০২০ সংসদে দেয়া তথ্য মতে বর্তমানে কতজন মুক্তিযোদ্ধাকে ভাতা দেয়া হচ্ছে ?
উত্তর :এক লাখ ৮৯ হাজার ৩১১ জন।
৬। সম্প্রতি কোন বাংলাদেশী নারী ক্রীড়াবিদ ল্যান্সনায়েক পদে পদোন্নতি পেয়েছেন ?
উত্তর :আর্চার রোমানসানা।
৭। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান কে ?
উত্তর : প্রদীপ চক্রবত্তী।
৮। বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেল উদ্বোধন করবে ?
উত্তর : ১৬ ডিসেম্বর ২০২১
৯। সাম্প্রতিক রদবদল অনুযায়ী বর্তমান গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী কে ?
উত্তর : শরীফআহমেদ।
১০। আন্তর্জাতিক সম্মাননা ল’রিয়েল-ইউনেস্কো উইমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন কোন বাংলাদেশী ?
উত্তর :চিকিৎসা বিজ্ঞানী ও জ্যেষ্ঠগবেষক ড.ফিরদৌসী কাদরী।
১১। বাংলাদেশে সম্প্রতি মোবাইলে কথা বলার কোন সর্বাধুনিক প্রযুক্তি চালু হয়েছে ?
উল্টর : ভয়েসওভার এলটিইবা ভোল্টি।
১২। বাংলাদেশের কোথায় জেলে স্কুল চালু হয়েছে ?
উত্তর : ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নে।
১৩। জাতীয় গ্রন্থাগার দিবস ২০২০ এর প্রতিপাদ্য কী ছিল ?
উত্তর :পড়ব বই গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।
১৪। কৃষিবিদ দিবস ২০২০ এরপ্রতিপাদ্য কীছিল ?
উত্তর :বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে কৃষি সমৃদ্ধির উৎকর্ষে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ।
১৫। পুরোপুরি ইসলামি ধারার ব্যাংক হওয়ার অনুমতি পেয়েছে কোন দুটি ব্যাংক ?
উত্তর :এনআরবি গ্লোবাল ও ষ্ট্যান্ডার্ড ব্যাংক।
১৬। সংসদে শিক্ষামন্ত্রীর দেয়া তথ্য মতে বর্তমানে দেশে এমপিভুক্ত ও এমপিওবিহীন মাদরাসার সংখ্যা কত ?
উত্তর :এমপিওভুক্ত ৭,৬২৪টি এবংএমপিওবিহীন১,৯১২টি।
১৭। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন কে ?
উত্তর :অধ্যাপক ড.পারভীন হাসান।
আন্তর্জাতিক
১৮। বেক্সিট কবে থেকে কার্যকর হয় ?
উত্তর :৩১ জানুয়ারি ২০২০ রাত এগারটায়।
১৯। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিও এইচও) চীনের করোনা ভাইরাসের কী দাপ্তরিক নাম দিয়েছে ?
উত্তর : কোভিড-১৯
২০। কোন উপন্যাসে করোনা ভাইরাসের কথা লেখা হয়েছিল ?
উত্তর : ৪০ বছর আগে লেখা উপন্যাস ‘দ্য আইজ অব ডার্কনেস’ এ।
২১। ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে কোন কোন সংস্থা ?
উত্তর :ওআইসি ও আরবলীগ।
২২। তৃতীয় মেয়াদে কে ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ?
উত্তর :অরবিন্দ কেজরিওয়াল
২৩। মিয়ানমারের কাছে ভারত যে কিলো-ক্লাস সাবমেরিন হস্তান্তর করতে যাচ্ছে সেটির নাম কী ?
উত্তর :আই এন এস- সিন্ধুবীর।
২৪। সদ্য প্রয়াত কম্পিউটার বিজ্ঞানী ল্যারি টেসলার কী হিসেবে প্রসিদ্ধ ছিলেন ?
উত্তর :কম্পিউটার কাট, কপি ও পেস্ট ফর্মুলার উদ্ভাবক।
২৫। গ্রিসের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছে ?
উত্তর :একাতেরিনি সাকেল্লাররো পোউলু।
২৬। বিশ্বের সবচেয়ে ছোট স্বর্ণমুদ্রা প্রকাশ করা হয়েছে কোন দেশ থেকে ?
উত্তর :সুইজারল্যান্ড।
২৭। ইউএন ডিপি প্রতিবেদন মতে, ধনী-গরিব গড় আয়ুর পার্থক্য কত বছর ?
উত্তর :১৯ বছর।
২৮। সম্প্রতি কোন দেশে বাবাদের জন্য মায়েদের সমান পিতৃত্বকালীন ছুটির ঘোষণা দেয়া হয়েছে ?
উত্তর :ফিনল্যান্ডে।
২৯। বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার একাডেমিক লামানোসভ সম্প্রতি কী পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করেছে ?
উত্তর :এক কোটি কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ।
৩০। ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন( সিএএ) প্রত্যাখ্যান করে কততম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের বিধান সভায় প্রস্তাব পাস হয়েছে ?
উত্তর :চতুর্থ
৩১। ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে ?
উত্তর : মোহাম্মদ তৌফিক আলাউয়িকে।
৩২। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিউহ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থীদের প্রাইমারিতে বিজয়ী হয়েছেন কে ?
উত্তর :বার্নি স্যান্ডার্স।
৩৩। কত বছর পর ব্রিটেন আবারো নীলরঙের পাসপোর্ট চালু করতে যাচ্ছে ?
উত্তর :প্রায় ৩০ বছর।
৩৪। সম্প্রতি উদ্বোধন হওয়া বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের নাম কী ?
উত্তর :সর্দার বল্লবভাইপ্যাটেল স্টেডিয়াম, আহমেদাবাদ, ভারত।
৩৫। তিন প্রধান ক্যাটাগরির ক্রিকেটে শত ম্যাচপূর্ণ করা একমাত্র ক্রিকেটার কে ?
উত্তর :নিউজিল্যন্ডের রস টেলর।
৩৬। বাফটা অ্যাওয়ার্ডের ৭৩ তম আসরে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে কোনটি ?
উত্তর :নাইনটিন সেভেনটিন
৩৭। ভারতের ৬৫ তম ফিল্মফেয়ার পুরষ্কারে সেরা অভিনেতা মনোনীত হয়েছেন কে ?
উত্তর :রণবীর সিং (গাল্লিবয়)
৩৮। ভারতের ৬৫ তম ফিল্মফেয়ার পুরষ্কারে সেরা অভিনেত্রী মনোনীত হয়েছেন কে ?
উত্তর :আলিয়াভাট (গাল্লিবয়)
আন্তর্জাতিক
প্রেসিডেন্ট
ক্রোয়েশিয়া : জোরানমিলানোভিক দায়িত্ব গ্রহণ-১৮ ফেব্রুয়ারি ২০২০।
গিনিবিসাউ : উমারোসি সোকো এমবালো। দায়িত্বগ্রহণ- ২৭ ফেব্রুয়ারি ২০২০।
প্রধানমন্ত্রী
ইরাক : মোহাম্মদ তৌফিক আলাউয়ি। দায়িত্বগ্রহণ : ২৪ ফেব্রুয়ারি ২০২০।
কসোভো :আলবিনকুর্তি। নির্বাচিত ৩ ফেব্রুয়ারি ২০২০।
কাতার : শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি। নিয়োগ ২৮ জানুয়ারি ২০২০।
তিউনিসিয়া :ইলিয়াস ফাকফাক দায়িত্ব গ্রহণ- ২৬ ফেব্রুয়ারি ২০২০।
Discussion about this post