প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর অনেকেই নিয়োগ পরীক্ষার প্রস্তুতির কথা ভাবছেন। স্বপ্ন যাদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি, বাকি সময়টুকু কাজে লাগিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে হবে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ৫০টি প্রশ্ন ও উত্তর, এই প্রশ্নগুলো চাকরির পরীক্ষায় আসতে পারে:
০১) বাংলাদেশে ৬ষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে কবে?
উত্তর:২০২১ সালে
০২) “পরীক্ষা”এর সন্ধি বিচ্ছেদ কী?
উত্তর: পরি+ঈক্ষা
০৩) কোন প্রত্যয়যুক্ত শব্দে মূর্ধন্য-ষ হয় না?
উত্তর: সাৎ
০৪) সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর: সংস্কৃত ভাষা থেকে
০৫) “আলোছায়া” পদটি কোন সমাস?
উত্তর: দ্বন্দ্ব সমাস(আলো ও ছায়া)
০৬) “প্রভাতে উঠিলো রবি লোহিত বরণ” এখানে ‘প্রভাতে’ কোন কারকে?
উত্তর: অধিকরণে ৭মী
০৭)”ষোলকলা’শব্দের অর্থ কী?
উত্তর: সম্পূর্ণ
০৮)”ফুটিফাটা” বাগধারার অর্থ কী?
উত্তর: চৌচির
০৯) “যা দমন করা যায় না” এক কথায় কী?
উত্তর: অদম্য
১০)”Pragmatic”এর সঠিক অর্থ কী?
উত্তর: বাস্তবধর্মী
১১) I am fatigued__wide travelling.
উত্তর: by
Idioms and Phrases
১২) Block head
উত্তর: Foolish
১৩) By and large
উত্তর: Mostly
১৪) Fits and starts
উত্তর: irregularly
১৫) White colour job
উত্তর: A job without manual labour.
১৬) দারিদ্র্যের হার সবচেয়ে বেশি কোন জেলায়?
উত্তর: কুড়িগ্রাম জেলায়।
১৭) মাহাথির মোহাম্মদের বর্তমান দলের নাম কী?
উত্তর: পাকাতান হারাপান
১৮) ২০১৮ সালে নোবেল পুরষ্কার স্থগিত কোন বিষয়ে?
উত্তর: সাহিত্য
১৯) ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মাঝে বৈঠক হয় কোথায়?
উত্তর: হেলসিংকি, ফিনল্যান্ড
২০) বাংলাদেশ-ভারত মৈত্রী ভবন অবস্থিত কোথায়?
উত্তর: রাজশাহীতে
২১) দেশকে মাদকমুক্ত ঘোষণা করা হবে কবে?
উত্তর: ২০৪১ সালের মধ্যে
২২) ফরাসি বিপ্লব কোন সালে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৭৮৯ সালে
২৩) উপমহাদের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী কে?
উত্তর: ডা:জোহরা বেগম কাজী
২৪) পৃথিবীতে কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়?
উত্তর: মেরু অঞ্চলে
২৫)”IC” চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কী?
উত্তর: Altair-8800
২৬) সবচেয়ে শক্তিশালি সৌরচুল্লী তৈরি হয়েছে কোন দেশে?
উত্তর: যুক্তরাষ্ট্রে
২৭) নাইট্রোজেনের প্রধান উৎস কী?
উত্তর: বায়ুমণ্ডল
২৮) সিমেন্টের তৈরি অন্যতম কাঁচামালের নাম কী?
উত্তর: জিপসাম
২৯) ইউনেস্কো(UNESCO) প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯৪৫ সালে(কার্যকর-৪নভে:১৯৪৬)
৩০) বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে?
উত্তর: ১৯৯০ সালে(সেলুলার টেলি.১৯৯৩)
৩১) সৌরজগতের বৃহত্তর ও ক্ষুদ্রতম গ্রহের নাম কী?
উত্তর: বৃহস্পতি ও বুধ
৩২) পৃথিবীর নিকটতম গ্রহের নাম কী?
উত্তর: শুক্র
৩৩) কিসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়?
উত্তর: বায়ুচাপ
৩৪) কোন রঙের বস্তু তাপ শোষণ কম করে?
উত্তর: সাদা রঙের বস্তু
৩৫) কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
উত্তর: কঠিন মাধ্যমে
৩৬) ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায়?
উত্তর: অ্যালুমিনিয়াম(৮.১%)
৩৭) সাবানকে শক্ত করে কোনটি?
উত্তর: সোডিয়াম সিলিকেট
৩৮) বিলিরুবিন তৈরি হয় কোথায়?
উত্তর: প্লীহাতে
৩৯) কোনো বাহিনীতে যদি আরো ১১ জন সদস্য নিয়োগ করা যাইতো, তাহলে তাদের ২০, ২০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত, ঐ বাহিনীতে সদস্য কত ছিলো?
উত্তরঃ ৫৮৯
৪০) দুইটি সংখ্যার গ.সা.গু এবং ল.সা.গু যথাক্রমে ২ এবং ৩৬০। একটি সংখ্যা ১০ হলে, অপরটি কত?
উত্তর: ৭২
৪১) দুটি সংখ্যার অনুপাত ৫ঃ৮, সংখ্যা দুইটির সাথে ২ যোগ করলে অনুপাত হয় ২ঃ৩। সংখ্যা দুইটি কি কি?
উত্তর: ১০ এবং ১৬
৪২) x + 1/x = √3 হলে x3 + 1/ x3 এর মান কত?
উত্তর: 0
৪৩) X > Y এবং XY < 0 হলে নীচের কোনটি ঋনাত্মক হবে?
উত্তর: Y
৪৪) ১৩ সেমি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সে:মি: দূরে জ্যা এর দৈর্ঘ্য কত?
উত্তর: ১২ সেমি
৪৫) বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
উত্তর: ২২/৭
৪৬) ২ কোন ধরনের সংখ্যা?
উত্তর: অমূলদ
৪৭) একটি রম্বসের প্রতিটি বাহু ১৩ সেমি, একটী কর্ন ২৪ সেমি হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত?
উত্তর: ১০ সেমি
৪৮) X4 – x2 +1 = 0 হলে x2 + 1/x2 এর মান কত?
উত্তর ১
৪৯) পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
উত্তর: ১
৫০) ০.১ এর বর্গমূল কত?
উত্তর: ০.৩১৬
Discussion about this post