ক্যারিয়ার ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ক্রিমিনোলজি বিভাগে ক্রাইম ল্যাব বিশেষজ্ঞ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: ক্রাইম ল্যাব বিশেষজ্ঞ
পদসংখ্যা: ০১
চাকরির ধরন: স্থায়ী
বয়সসীমা: ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-
যোগ্যতা:
১. প্রার্থীকে এসএসসি ও এইচএসসি/সমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/ জিপিএ ৫.০০ স্কেলে ন্যূনতম ৩.৫ অথবা সিজিপিএ ৪.০০ স্কেলে ন্যূনতম ৩.০০ সহ কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজি/জেনেটিক ইঞ্জিনিয়ারিং/বায়োকেমিস্ট্রি বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে।
২. সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৩. সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে কমপক্ষে ৬ মাসের প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগ থেকে ৫০ টাকার বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০ টাকা মূল্যের পে-অর্ডার বা ব্যাংক ড্রাফ্ট এবং শিক্ষাগত যোগ্যতা, মার্কসিট ও প্রশংসাপত্র, কম্পিউটার প্রশিক্ষণ, অন্যান্য অভিজ্ঞতা এবং যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়
সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ৮ সেপ্টেম্বর
Discussion about this post