জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে ফরাসি দোভাষী নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী। পদটিতে চাকরি হলে তাকে ২৫৩২ ডলার (প্রায় ২১৫০০০ টাকা) সহ সেনাবাহিনীর ক্যাপ্টেন পদবীর সব ভাতা প্রদান করা হবে। আগ্রহীরা ১১ অক্টোবর পর্যন্ত ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন।
পদের নাম: ফরাসি দোভাষী
পদসংখ্যা: নির্ধারিত নয়
কাজের ধরন: চুক্তিভিত্তিক
যেসব যোগ্যতা লাগবে: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ফরাসী ভাষায় কমপক্ষে ডিপ্লোমা (এ-২) পাসসহ স্নাতক পাস হতে হবে। ফরাসী থেকে ইংরেজি, ইংরেজি থেকে ফরাসী, বাংলা থেকে ফরাসী ও ফরাসী থেকে বাংলা ভাষায় বাক্য বিনিময় ও অনুবাদে পারদর্শী হতে হবে। শারীরিক ভাবে যোগ্য হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
ঢাকা সেনাসদর, জিএস শাখা (ওভারসীজ অপারেশনস পরিদফতর), ঢাকা সেনানিবাস।
Discussion about this post