নিজস্ব প্রতিবেদক
আগামী ২২ অক্টোবর রাজধানী ঢাকার ২৯টি কেন্দ্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর নিয়োগ পরীক্ষার (এমসিকিউ) আসন বিন্যাস ও সময়সূচি প্রকাশ করেছে।
মঙ্গলবার বিভাগীয় নির্বাচন কমিটির সদস্য সচিব বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুসারে গবেষণা সহকারী, সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগর, ল্যাবরেটরি সহকারী, সাঁট লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, সাটমুদ্রক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী ও মেকানিক কাম ইলেক্ট্রিশিয়ান ও গাড়ি চালক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখিত কেন্দ্রে পরীক্ষা শুরু হবে বিকাল ৩টা বাজে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করতে বলা হয়েছে।
Discussion about this post