ক্যারিয়ার ডেস্ক
রাজস্ব বোর্ডের ৩য় ও ৪র্থ শ্রেণীর লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো(বিবিএস)।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ অক্টোবর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়েছে, এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিসটেন্ট এবং জুনিয়র পরিসংখ্যান সহকারী পদের লিখিত পরীক্ষার সূচী বিবিএস এর ওয়েবসাইটে (www.bbs.gov.bd) প্রকাশিত হয়েছে। এছাড়া এসএমএস এর মাধ্যমে প্রার্থীর মোবাইল নাম্বারে পরীক্ষার সূচী পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অন্যান্য পদের পরীক্ষার সূচী যথাসময়ে বিবিএস এর ওয়েবসাইটে (www.bbs.gov.bd) প্রকাশ করা হবে।
বিবিএস এর বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীগণের স্ব-স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার এ লিঙ্ক হতে (bbs.teletalk.com.bd) প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
উল্লেখ্য, ২১টি ক্যটাগরির মধ্যে ২টি ক্যাটাগরি অর্থাৎ চেইনম্যান ও অফিস সহায়ক পদের পরীক্ষা ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে।
Discussion about this post