ক্যারিয়ার ডেস্ক
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতের দুই পদে মোট ১ হাজার ৩২২ জনকে নিয়োগ দেবে। আবেদন গ্রহণ ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।
পদের নাম: সহকারী স্টেশনমাস্টার
(সব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন)
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
বয়সসীমা: চলতি বছরের ১ সেপ্টেম্বর যাদের বয়স ১৮ পূর্ণ হয়েছে, তারা আবেদন করতে পারবেন। গত বছরের ২৫ মার্চে যাদের বয়স ৩০ বছর হয়েছে, তারাও আবেদনের যোগ্য হবেন।
যোগ্যতা: স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।
পদের নাম: পয়েন্টসম্যান
(পাবনা ও লালমনিরহাট জেলা ছাড়া বাকি ৬২ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন)
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
বয়সসীমা: চলতি বছরের ১৫ নভেম্বর যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তারা আবেদন করতে পারবেন। ২০২০ সালের ২৫ মার্চে যাদের বয়স ৩০ বছর হয়েছে, তারা আবেদনের যোগ্য হবেন।
যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে সুঠাম দেহের অধিকারী হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা www.br.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: সহকারী স্টেশনমাস্টার পদে জন্য ১১২ টাকা এবং পয়েন্টসম্যান পদের জন্য ৫৬ টাকা।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
Discussion about this post