ক্যারিয়ার ডেস্ক
বসুন্ধরা গ্রুপের অধীনস্থ নির্মাণাধীন প্রতিষ্ঠান “বসুন্ধরা ইন্ডাষ্ট্রিয়াল ইকোনোমিক জোন লি./বসুন্ধরা ইন্ডাষ্ট্রিস লি.” জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি সরাসরি সাক্ষাৎকারে ভিন্ন পদে লোকবল নিয়োগ দেবে।
১. পদের নাম: ইলেক্ট্রিশিয়ান/সি.ইলেক্ট্রিশিয়ান (ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইন্সট্রুমেন্ট)
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা: ন্যূনতম এইচএসসি/ট্রেড কোর্স পাস। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
২. পদের নাম: ইলেক্ট্রিশিয়ান/সি.ইলেক্ট্রিশিয়ান (সাবস্টেশন)
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা: ন্যূনতম এইচএসসি/ট্রেড কোর্স পাস। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩-৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৩. পদের নাম: ইমাম/মুয়াজ্জিন
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা: ইমাম সাহেবদের জন্য ফাজিল/দাওরায়ে হাদিস পাস এবং ৮-১০ বছরের অভিজ্ঞতা আবশ্যক। মুয়াজ্জিন সাহেবদের জন্য দাখিল/সমমান এবং ৪-৫ বছরের অভিজ্ঞতা আবশ্যক। কুরআন এ হাফেজদের অগ্রাধিকার দেওয়া হবে।
৪. পদের নাম: হাইড্রোলিক মেকানিক (হেভি ইকুইপমেন্ট)/হেলপার
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা: মেকানিকদের ন্যূনতম অষ্টম/হেলপারদের জন্য ন্যূনতম ৫ম শ্রেণী পাস। ৫-৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৫. পদের নাম: ইঞ্জিন মেকানিক (হেভি ইকুইপমেন্ট)/ড্রাম ট্রাক
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এবং ৫-৮ বছরের অভিজ্ঞতা।
৬. পদের নাম: মেকানিক/হেলপার (টায়ার ভলকানাইজিং)
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এবং ৫-৮ বছরের অভিজ্ঞতা।
৭. পদের নাম: ড্রাইভার (স্টাফবাস/মাইক্রোবাস)
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এবং ৫-৮ বছরের অভিজ্ঞতা। অবশ্যই মধ্যম/হেভি লাইসেন্সধারী হতে হবে।
৮. পদের নাম: জুনিয়র অ্যসিসস্ট্যান্ট (স্টোর)
পদের সংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা: এসএসসি/এইচএসসি পাস। সংশ্লিষ্নট কাজে ৩-৪ বছরের অভিজ্ঞতা
সাক্ষাৎকারের স্থান ও তারিখ:
বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাষ্ট্রিস লিমিটেড
বসুন্ধরা ইন্ডাষ্ট্রিয়াল ইকোনোমিক জোন লি., জোন -১৫, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর মীরসরাই, চট্টগ্রাম।
তারিখ: ১ থেকে ৩নং পদের জন্য ২৯ ডিসেম্বর, এবং ৪ থেকে ৮নং পদের জন্য ২৭ ডিসেম্বর, ২০২১।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ১৯ ডিসেম্বর
Discussion about this post