ক্যারিয়ার ডেস্ক
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ২১ ধরনের পদে মোট ৭১৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
এসব পদে ইতিমধ্যে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
সিনিয়র নকশাবিদ পদে একজন নেওয়া হবে। আবেদনের জন্য ভূগোল বা ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার অপারেটর পদে চারজন নেওয়া হবে। আবেদনকারীর বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
পরিসংখ্যান সহকারী পদে নিয়োগ পাবেন ১০২ জন। আবেদনের জন্য পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। জুনিয়র পরিসংখ্যান সহকারী পদে সর্বোচ্চ ৪১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে চাইলে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
নকশাবিদ পদে একজন নেওয়া হবে। আবেদনকারীর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বা ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইনুমারেটর পদে নেওয়া হবে সাতজন। আবেদনের জন্য পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পাবেন ১০ জন। আবেদনের যোগ্যতা পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে স্নাতক ডিগ্রি।
হিসাবরক্ষক পদে নেওয়া হবে দুইজন। আবেদনকারীর বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ক্যাশিয়ার পদে চাকরির সুযোগ পাবেন পাঁচজন। এ পদের জন্য বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ক্যাশিয়ার কাম ইউডিএ পদে নেওয়া হবে একজন। এ পদের জন্যও যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি।
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে চাকরির সুযোগ পাবেন ১০ জন। এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। জুনিয়র নকশাবিদ পদে একজন নেওয়া হবে। ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। ডেটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর পদে নেওয়া হবে ৪৩ জন। এ পদে আবেদনের যোগ্যতা এইচএসসি পাস।
ডুয়েল ডেটা অপারেটর পদে নেওয়া হবে ৩ জন, কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৮ ও অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নেওয়া হবে ১১ জন। এসব পদে আবেদনের ন্যূনতম যোগ্যতা এইচএসসি পাস।
গাড়িচালক পদে নিয়োগ পাবেন পাঁচজন। এ পদে আবেদনের যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস। মেশিনম্যান পদে নেওয়া হবে একজন। আগ্রহী প্রার্থীর এইচএসসি পাস সার্টিফিকেট থাকতে হবে। চেইনম্যান পদে নিয়োগ পাবেন ৫৮ জন। এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে নেওয়া হবে ২৩ জন। আবেদনের ন্যূনতম যোগ্যতা এসএসসি পাস। লোডার পদে নিয়োগ পাবেন দুজন। জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা http://bbs.teletalk.com.bd ওয়েবসাইটে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১০ ফেব্রুয়ারি ২০২২, বিকেল ৫টা পর্যন্ত। অনলাইনে আবেদন করতে সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে ফোন করে সাহায্য নেওয়া যাবে। পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।
Discussion about this post