ক্যারিয়ার ডেস্ক
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতের একাধিক পদে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেবে। আবেদন করা যাবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
পদের নাম: অধ্যাপক
ইটিই বিভাগ: ০১টি
বেতন স্কেল: ৫৬ ৫০০ – ৭৪৪০০ টাকা
পদের নাম: সহযোগী অধ্যাপক
(ক) ত ও ই কৌশল বিভাগ-১টি
(খ) যন্ত্রকৌশল বিভাগ – ১টি
(গ) ইটিই বিভাগ -১টি
বেতন স্কেল: ৫০০০০ – ৭১২০০ টাকা
পদের নাম: কর্মকর্তা
(ক) সহকারী প্রোগ্রামার (ইটিই বিভাগ) – ১টি
বেতন স্কেল: ২২০০০ -৫৩০৬০ টাকা
(খ) টেকনিক্যাল অফিসার-৬টি
(ইউআরপি/আর্কিটেকচার/বিইসিএম/ইসিই
এমটিই/সিএফপিই)
বেতন স্কেল: ২২০০০ -৫৩০৬০ টাকা
(গ) সহকারী টেকনিক্যাল অফিসার -৭টি
(আইপিই/জিসিই/এমএসই/এমটিই/
বিইসিএম/ইউআরপি/রসায়ন)
বেতন স্কেল: ১৬০০০ -৩৮৬৪০ টাকা
(ঘ) উপ-সহকারী প্রকৌশলী (ড্রাফ্টটিং)- ৩টি
(তওই/আর্কিটেকচার/যন্ত্রকৌশল)
বেতন স্কেল: ১৬০০০ -৩৮৬৪০ টাকা
(ঙ) জুনিয়র ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার -৪টি
(তওই/যন্ত্র/পুর/জিসিই)
বেতন স্কেল: ১৬০০০ -৩৮৬৪০ টাকা
কর্মচারী:
(ক) ল্যাব টেকনিশিয়ান -৯টি
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
(খ) হার্ডওয়ার/নেটওয়ার্ক টেকনিশিয়ান -১টি
(আইসিটি সেল)
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
(গ) ল্যাব এ্যাসিসটেন্ট -৩টি
(পুর/তওই/যন্ত্র)
বেতন স্কেল: ৯৭০০-২৩৪৯০ টাকা
(ঘ) ল্যাব এ্যাটেনডেন্ট -৮টি
বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০ টাকা
(ঙ) এটেনডেন্ট (ঢাকাস্থ রুয়েট গেষ্ট হাউজ)-০১টি
বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০ টাকা
(চ) কুক-০১টি, বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০ টাকা
(ছ) গার্ড -০৮টি, বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
(জ) সহকারী কুক-২টি, বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা রুয়েটের নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে পারবেন। ফরম পাওয়া যাবে https://www.ruet.ac.bd/ এই ওয়েবসাইটে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিস্তারিত দেখুন বিজ্ঞাপনে।
Discussion about this post