ক্যারিয়ার ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থ বিজ্ঞান বিভাগে ৪টি স্থায়ী পদে সহযোগী অধ্যাপক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনকারীদের থাকতে হবে পিএইচডি কিংবা সমমানের ডিগ্রি। আবেদনের শেষ সময় ২৫ এপ্রিল।
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০/- (জাতীয় বেতন স্কেল-২০১৫)।
যোগ্যতা: প্রার্থীদের অবশ্যই পদার্থ বিজ্ঞান বিষয়ে উচ্চতর যোগ্যতার অধিকারী হতে হবে। তাদের পিএইচডি কিংবা সমমানের ডিগ্রী থাকা বাঞ্ছনীয়। বিশ্ববিদ্যালয় অথবা উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানে তাদের কমপক্ষে ৭ বছরের শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃতমানের গবেষণা পত্রিকায় প্রার্থীদের প্রকাশিত মৌলিক গবেষণামূলক প্রবন্ধ থাকতে হবে।
শিক্ষক হিসেবে অভিজ্ঞতা ও দক্ষতা এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে ছাত্র/ছাত্রীদের সামগ্রিক শিক্ষা ও শিক্ষা সহায়ক কর্মকাণ্ড পরিচালনায় বিশেষ অবদানও যোগ্যতা হিসেবে গণ্য করা হবে।
আবেদন যেভাবে
রেজিস্ট্রারের অনুকূলে প্রদেয় এক হাজার টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ ১১ কপি দরখাস্ত রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ এর নিকট পৌঁছাতে হবে। প্রত্যেক কপি দরখাস্তের সাথে সার্টিফিকেট, প্রশংসাপত্র, মার্কসীট/গ্রেডসীট এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপি সংযুক্ত করতে হবে।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ
রেজিস্ট্রারের দপ্তর হতে প্রাপ্তব্য নির্ধারিত ফরমে দরখাস্ত জমা দেয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল। চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত প্রেরণ করতে হবে।
Discussion about this post