শিক্ষার আলো ডেস্ক
০৭. ধ্বনি হলো- ভাষার ক্ষুদ্রতম অংশ।
১৩. সকালে পাখিরা কিচিরমিচির করে। ইংরেজিতে- Birds twitter at dawn
১৪. “রাশি রাশি ভারা ভারা ধান কাটা হল সারা” -এখানে ‘রাশি রাশি’- কোন বিশেষণের উদাহরণ? নির্ধারক বিশেষণ
২২. মাথা খাও পত্র দিতে ভুলো না- এখানে মাথা খাওয়ার অর্থ কি? দিব্যি দেয়া।
২৩. ব্যকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? বিশেষভাবে বিশ্লেষণ।
২৫. আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি- কে বলেছিলেন? ড. মুহম্মদ শহীদুল্লাহ।
২৬. কোন বানানটি শুদ্ধ? আদ্যাক্ষর
৩০. হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন? নেপালের রাজদরবার।
৩২. সভয়ে লোকটি বলল, বাঘ আসছে। এখানে ‘সভয়ে’ পদটি ক্রিয়া বিশ্লেষণ
৩৩. পাঠক শব্দটির প্রকৃতি ও প্রত্যয় নিচের কোনটি? পঠ্+ণক
৩৯. কিন্ডারগার্টেন কোন ভাষা হতে আগত শব্দ? জার্মানি।
৪১. পৃথিবীতে কে কাহার? এই বাক্যে পৃথিবীতে পদটি কোন কারকে কোন বিভক্তি? অধীকরণ কারকে ৭মী বিভক্তি।
৪৪. কোন বানানটি শুদ্ধ? বিকেন্দ্রীকরণ।
৪৭.কোন বাক্যটি শুদ্ধ? তিনি সস্ত্রীক শহরে থাকেন।
৫০. শোন একটি মুজিবরের থেকে গানটির গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার।
৫১. সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? তৎসম।
৫২. জানুয়ারি বানানে হ্রস ই-কার হবার কারণ কোন শব্দের কারণে? অতৎসম।
সাধু রূতি ও চলিতরীতির পার্থক্য কোন পদে বেশি? ক্রিয়া ও সর্বনাম।
৬১. অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে- এখানে ছায়া বলতে কি বোঝানো হয়েছে? জন্মভূমির আশ্রয়।
৭৭. অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখ- শেখ মুজিবুর রহমান।
Discussion about this post