শিক্ষার আলো ডেস্ক
১. পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫:১ হলে পুত্রের বয়স কত বছর? ৬ বছর
২. প্রকৃত গতি প্রতি ৬০ মিনিটে ৭ কি.মি.। এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে ৩৩ কি.মি. পথ যেতে ১৮০ মিনিট সময় লেগেছে। ফিরে আসার সময় তার কত ঘণ্টা লাগবে? ১১ ঘন্টা
৩. a+b+চ=০ হয়, তাহলে a3+b3+c3 এর মান কত? 3abc
৪. ফলের দোকান থেকে ১৮০টি ফজলি আম কিনে আনা হলো। দুইদিন পর ৯টি আম পচে গেল শতকরা কতটি আম ভাল আছে? ৯৫%
৫. ১৯৭ এর সাথে কত যোগ করলে সংখ্যাটি ৯, ১৫ এবং ২৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? ২৮
৬. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত মিটার? ১০ মিটার
৭. ১৫ সেমি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃহত্তর একটি জ্যা ২৪ সেমি. হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা এর সর্বনিম্ন দূরত্ব কত সেমি.? ৯ সেমি.
৮. একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চতায় দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপরপ্রান্ত মাটি হতে দেয়ালের দূরত্ব কত মিটার? মই ৩০
৯. দুটি সংখ্যার অনুপাত ৫:৭ এবং তাদের গ.সা.গু ৮ হলে তাদের ল.সা.গু কত হবে? ২৮০
১০. একটি স্কুলের ছাত্রদের ড্রিল করবার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়৷ ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? ৩৬০০
১১. একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা ৭ টাকা কম এবং উক্ত বই ও কলমের মোট ক্রয়মূল্য ৪৩ টাকা হলে কলমটির মূল্য কত? ১৮ টাকা
১২. কোন পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮২, ৮৫ ও ৯২। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে, যেন তার প্রাপ্ত গড় ৮৭ হয়? ৮৯
১৩. দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা ৬৩ বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত? ৭
১৪. কোন স্কুলের ছাত্র সংখ্যা ৫, ৮, ২০ দ্বারা ভাগ করলে প্রতিবারই ৪ জন ছাত্র অবশিষ্ট থাকে। ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? ৪৪
১৫. একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন ২০ কেজি। পাত্রটির ওজন কত কেজি। ৮ কেজি।
১৬. ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? ৫৬
১৭. শিক্ষা সফরে যাওয়ার জন্য ২৪০০ টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র সমান ভাড়া বহন করবে ঠিক হলো। অতিরিক্ত ১০ জন ছাত্র যাওয়ায় প্রতি জনের ভাড়া ৮ টাকা করে কমে গেল। বাসে কতজন যাত্রী ছিল? ৬০ জন
১৮. কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল? ১০%
১৯. ৮০ ফুট দীর্ঘ এবং ৭০ ফুয় প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে ৫ ফুট প্রস্থ একটি রাস্তা আছে৷ রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গফুট? ৩৬০০
২০. ৯০ কোটি সমান কত মিলিয়ন? ৯০ মিলিয়ন
Discussion about this post