ক্যারিয়ার ডেস্ক
বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষায় (২০২১) যোগ্য হিসেবে উত্তীর্ণ ৮১৫ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) অ্যাসিসট্যান্ট ইন্সপেক্টর জেনারেল (এআইজি) মোহাম্মদ আমজাদ হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, যোগ্য ৮১৫ জনকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশ নিতে আগামী ১৪ অক্টোবর বিকেল ৩টায় রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ৮৭৫ জন প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন ৮১৫ জন। স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য ও পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক নয় মর্মে ‘নিয়োগের অযোগ্য’ এবং চাকরি করতে অনিচ্ছুক সর্বমোট ৬০ জনকে চূড়ান্ত মনোনয়ন থেকে বাদ দেওয়া হয়েছে। এসব প্রার্থীর তালিকাও প্রকাশ করা হয়েছে।
Discussion about this post