ক্যারিয়ার ডেস্ক
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) চাহিদার ভিত্তিতে মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এনটিআরসিএর নিবন্ধনধারী প্রার্থীদের মধ্য থেকে বিভিন্ন ট্রেডে এই নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত।
মোট ১৯৮টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় ২৪৭ জন ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগ পাবেন। এর মধ্যে বিদ্যালয়ে শূন্য পদের সংখ্যা ১৮৮ এবং মাদ্রাসায় শূন্য পদের সংখ্যা ৫৯। সবগুলো এমপিওভুক্ত পদ। প্রার্থীর বয়সসীমা ২৫ মার্চ ২০২০ তারিখে ৩৫ বছর বা এর কম হতে হবে।
সিভিল কনস্ট্রাকশন ট্রেডে ১১ জন, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে ৯৭, ড্রেস মেকিংয়ে ১৯, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশনে ১৯, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কসে ৫৬, জেনারেল ইলেকট্রনিকসে ১৭, জেনারেল মেকানিকসে ৩, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংয়ে ৮, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিংয়ে ১৬ ও ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেডে ১ জন নিয়োগ দেয়া হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের http://ngiresult.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।
Discussion about this post