শিক্ষার আলো ডেস্ক
১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় ফলাফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২৬ হাজার ২৪২ জন প্রার্থী। লিখিত পরীক্ষার ফলাফল প্রস্তুত করে বুধবার (৩০ আগষ্ট) রাতে টেলিটককে পাঠিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
এনটিআরসিএর এক কর্মকর্তা বুধবার মধ্য রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা অনেক রাতে টেলিটককে ফলাফল প্রস্তুত করে পাঠিয়েছি। তারা ফল প্রকাশ করবে ও প্রার্থীদের এসএমএস পাঠাবেন। তাদের প্রস্তুতির একটি বিষয় আছে। আশা করছি, রাতেই তারা প্রার্থীদের এসএমএস পাঠাবেন ও ফলাফল প্রকাশ করবেন।
জানা গেছে, টেলিটক ফলাফল প্রকাশ করলে নির্ধারিত লিংকে (http://ntrca.teletalk.com.bd/result/) প্রবেশ করে প্রার্থীরা ফল দেখতে পারবেন। নির্ধারিত স্থানে রোল নম্বর ইনপুট দিয়ে ও পরীক্ষা নির্বাচন করে ফল দেখা যাবে। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস পাঠানো হবে।
Discussion about this post