শিক্ষার আলো ডেস্ক
১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারছেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা।
এর আগে গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানায়, সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২০ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর হতে শুরু হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে টেলিটক বিডি লিঃ এর মাধ্যমে ১৭ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে ঝগঝ দিয়ে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেয়া হবে। মৌখিক পরীক্ষার প্রবেশপত্র www.ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে এখানে ক্লিক করুন
Discussion about this post