শিক্ষার আলো ডেস্ক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ ধাপে বরিশাল, সিলেট ও রংপুর জেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনের আগেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সে অনুযায়ী প্রথম ধাপে আবেদন করা প্রার্থীদের পরীক্ষা আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এদিকে, এবারও শিক্ষক নিয়োগ পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। প্রতিষ্ঠানটির সঙ্গে আগেই সব ঠিকঠাক করে রেখেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসসহ প্রক্সি ও জালিয়াতি এড়ানো শতভাগ সম্ভব হবে।
Discussion about this post