শিক্ষার আলো ডেস্ক
আজ রোববার (১০ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে ৪৬তম বিসিএসের আবেদন প্রক্রিয়া এবং আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে সব মিলিয়ে তিন হাজার ১৪০ জন নেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। যাঁদের জন্ম তারিখ ২ নভেম্বর ১৯৯৩ এবং ২ নভেম্বর ২০০২ তারিখের মধ্যে তাঁরা আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধার সন্তান, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ও বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর।
এই ক্যাডারে সহকারী সার্জন পদ ১ হাজার ৬৮২টি আর সহকারী ডেন্টাল সার্জন পদ ১৬টি এবং শিক্ষা ক্যাডার পদ ৯২০টি। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, বিসিএস পরিবার পরিকল্পনায় ৪৯, মৎস্যে ২৬ ও গণপূর্ত ৬৫ জন নেওয়া হবে।
৪৬তম বিসিএসে আবেদন করতে এখানে ক্লিক করুন
Discussion about this post