ক্যারিয়ার ডেস্ক
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট/টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ১০ম গ্রেডভুক্ত ‘জুনিয়র ইন্সট্রাক্টর’ পদে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) পরীক্ষা নিয়ন্ত্রয়ক (নন-ক্যাডার) আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৪ ফেব্রুয়ারি থেকে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হয়ে চলবে ০৫ মার্চ ২০২৪ ইং পর্যন্ত।
আরও পড়ুন-নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাদ্য মন্ত্রণালয়
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবনে প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
মৌখিক পরীক্ষার সময়সূচি দেখুন এখানে-
Discussion about this post