শিক্ষার আলো ডেস্ক
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। এই বিসিএসে আবেদনকারী প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিজের আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড লিংক এখানে।
আগের বিসিএসগুলোতে আবেদনের সঙ্গে সঙ্গে প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ রাখা হলেও ৪৫তম থেকে প্রথমবারের মতো সেই সুযোগ আর ছিল না। এরই ধারাবাহিকতায় এবারও আবেদনের সঙ্গে সঙ্গে প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ দেয়নি পিএসসি।
এদিকে, আগামী রবিবার (১৮ ফেব্রুয়ারি) এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার নতুন সময় ঠিক করতে পূর্ণ কমিশনের সভা ডেকেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সেখানে চূড়ান্ত হবে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার দিনক্ষণ।
Discussion about this post