গাজী মিজানুর রহমান
অনেক সময় দেখা যায় যে এমসিকিউ (MCQ) প্রশ্নে ভুল থাকে; অথবা প্রশ্নের উত্তরের অপশনে সঠিক উত্তর থাকে না। এ ধরনের প্রশ্নে অনেক পরীক্ষার্থী বিভ্রান্ত হন। আসুন, জেনে নেওয়া যাক বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা এমন বিভ্রান্তিকর এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়ার কৌশল সম্পর্কে।
১। অপশনে সঠিক উত্তর না থাকলে সবচেয়ে প্রচলিত উত্তরটিই করে আসবেন।
যেমন: প্রশ্নে উল্লেখ করা হলো-
প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের দৈর্ঘ্য কত?
(ক) ১৫৫ কি. মি.
(খ) ১২০ কি. মি.
(গ) ১৭০ কি. মি.
(ঘ) ১৫০ কি. মি.
উত্তর: এখানে সঠিক উত্তর অপশন (খ) ১২০ কি. মি. ।
প্রশ্ন: রঙিন টেলিভিশন থেকে কোন রশ্মি বের হয়?
(ক) গামা রশ্মি (খ) বিটা রশ্মি
(গ) আলফা রশ্মি
(ঘ) মৃদু রঞ্জন রশ্মি
উত্তর: এখানে সঠিক উত্তর মৃদু রঞ্জন রশ্মি।
কিন্তু অপশনে সঠিক উত্তর না থাকলে, অধিক প্রচলিত কিন্তু ভুল, সেটাই উত্তর দেবেন। যেমন-
প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের দৈর্ঘ্য কত?
(ক) ১৪০ কি. মি.
(খ) ১৪৫ কি. মি.
(গ) ১৫৫ কি. মি.
(ঘ) ১৫০ কি. মি.
উত্তর: এখানে সঠিক উত্তর অপশন (গ) ১৫৫ কি. মি. ।
কারণ, উপরিউক্ত প্রশ্নের উত্তরের অপশনে যেহেতু ‘১২০ কি. মি.’ নেই, তাই এখানে উত্তর দেবেন ‘১৫৫ কি. মি.’। কারণ, এখানে উত্তরটি ভুল হলেও অধিক প্রচলিত।
প্রশ্ন: রঙ্গিন টেলিভিশন থেকে কোন রশ্মি বের হয়?
(ক) গামা রশ্মি (খ) বিটা রশ্মি
(গ) আলফা রশ্মি (ঘ) অতি বেগুনি রশ্মি
উপরিউক্ত প্রশ্নের উত্তরের
অপশনে যেহেতু ‘মৃদু রঞ্জন রশ্মি’ নেই, তাই এখানে উত্তর দেবেন ‘গামা রশ্মি’। কারণ, এখানে উত্তরটি ভুল হলেও অধিক প্রচলিত।
২। প্রশ্নের চারটি অপশনের কোনোটিতেই যদি সঠিক উত্তর না থাকে এবং প্রচলিত উত্তরও না থাকে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশ্নটি বাদ দিয়েই উত্তর করবেন।
যেমন ধরুন-
প্রশ্ন: গীতাঞ্জলি কাব্য গ্রন্থটি কে রচনা করেছেন?
(ক) প্রমথ চৌধুরী
(খ) কায়কোবাদ
(গ) কাজী নজরুল ইসলাম
(ঘ) বিহারীলাল চক্রবর্তী
এখানে অপশনে সঠিক উত্তরও নেই প্রচলিত ভুলও নেই। এ ক্ষেত্রে করণীয় কী?-এ ধরনের প্রশ্ন বাদ দিয়ে উত্তর করবেন। অর্থাৎ, এ ধরনের প্রশ্নের উত্তর করবেন না।
৩। অপশনে দুটি বা তিনটি উত্তরই সঠিক থাকলে সবচেয়ে প্রচলিত উত্তরটি দেবেন। যেমন-
প্রশ্ন: নিচের কোন উপজাতিটি পিতৃতান্ত্রিক পরিবার?
(ক) খাসিয়া (খ) সাঁওতাল
(গ) মারমা (ঘ) গারো
এখানে অপশন (খ) ও (গ) দুটিই সঠিক। কিন্তু বেশি প্রচলিত হলো ‘মারমা’। তাই এখানে অপশন (গ) ‘মারমা’ উত্তর করাই শ্রেয়।
৪। প্রশ্নে ভুল থাকলে যেমন টাইপিং বা প্রিন্টিং মিস্টেক, সেটা বোঝা গেলে সেই প্রশ্ন ধরে উত্তর করবেন। অর্থাৎ প্রশ্ন ছেড়ে না দিয়ে সঠিক উত্তর অনুযায়ী ওএমআরের বৃত্ত ভরাট করবেন।
যেমন: ৩৮তম বিসিএস প্রিলিতে একটি প্রশ্ন এসেছিল-
প্রশ্ন: ROM ভিত্তিক প্রোগ্রামের নাম কী?
(ক) malware (খ) irmware
(গ) virus (ঘ) lip-lop
উত্তর: এখানে সঠিক উত্তর হবে firmware। কিন্তু এখানে টাইপিং অথবা প্রিন্টিং মিস্টেকের কারণে ‘f’ আসেনি। সেটাই বোঝা যাচ্ছে। এ ধরনের টাইপিং ও প্রিন্টিং মিস্টেক যদি বুঝতে পারেন, তাহলে যেটা উত্তর হওয়ার কথা, সেটাই উত্তর করবে। যেমন উপরিউক্ত প্রশ্নের অপশন (খ) উত্তর করাটা হবে বুদ্ধিদীপ্ত কাজ।
Discussion about this post