শিক্ষার আলো ডেস্ক
আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বার কাউন্সিল। প্রকাশিত এ ফলাফলে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৯৭৩ জন প্রার্থী। শনিবার (৯ মার্চ) রাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়।
এর আগে আইনজীবী তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের মৌখিক পরীক্ষা গত ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। শেষ হয় আজ শনিবার।
আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষা গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে মোট ২ হাজার ৫৩৯ জন উত্তীর্ণ হয়েছেন। এছাড়া তৃতীয় পরীক্ষকের সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয় ৩৪৫ জনকে। ২৩ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীরা আইনজীবী হিসেবে সনদ লাভ করেন এবং সংশ্লিষ্ট জেলা বার-এ যোগদানের মধ্য দিয়ে আইন পেশা শুরু করতে পারেন।
উলেখ্য, গত ১৭ নভেম্বর বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওইদিন রাতেই ফলাফল প্রকাশ করা হয়। এতে ৬ হাজার ২২৯ জন উত্তীর্ণ হন।
ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।
Discussion about this post