শিক্ষার আলো ডেস্ক
মঙ্গলবার (১২ মার্চ) প্রথম রমজানে স্কুল বন্ধ রাখা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, অ্যাটর্নি জেনারেলকে আমাদের আইনি অবস্থানের কথা জানিয়েছি। সংবিধান অনুযায়ী বিদ্যালয়গুলোর ছুটি ঘোষণা নির্বাহী বিভাগের এখতিয়ার। ক’দিন ছুটি থাকবে বা থাকবে না এটা একটা বিশেষায়িত বিষয়। এটা উচ্চ আদালতের এখতিয়ার নয়। এটা আমরা সর্বোচ্চ আদালতে আগামীকাল উপস্থাপন করবো।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের অবস্থান হচ্ছে আমরা যে সিদ্ধান্তটা দিয়েছি তার বিরুদ্ধে রায়ের কোনো কপি আমাদের কাছে আসেনি । আমাদের অবস্থান পরিষ্কার এটা নির্বাহী এখতিয়ার, এখানে আইনি হস্তক্ষেপ করার অধিকার আদালতের আছে কিনা সেটা দেখার বিষয়।
সোমবার (১১ মার্চ) রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আগামীকাল মঙ্গলবার স্কুল খোলা থাকবে কিনা এ প্রসংগে মন্ত্রী বলেন, যেহেতু সুনির্দিষ্ট কোন রায়ের কপি এখনও আমরা পাইনি। সেজন্য আমরা কোন মন্তব্য করছিনা । এর আগেতো সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটা সিদ্ধান্ত হয়েছে ।
তিনি আরও বলেন, আগামীকাল চুড়ান্ত শুনানীতে আদালত যে সিদ্ধান্ত দেবেন তা আমরা ভেবে দেখবো এবং সেভাবে বাস্তবায়ন করবো।সেজন্য আমরা অপেক্ষা করছি।
রমজান মাসে দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নাকি খোলা থাকবে তা এখন হাইকোর্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এ বিষয়ে আপিল শুনানির জন্য মঙ্গলবার (১২ মার্চ) দিন ধার্য করেছেন আদালত।
Discussion about this post