শিক্ষার আলো ডেস্ক
শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সতর্ক বার্তা প্রকাশ করেছে সরকারের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচি। বৃহস্পতিবার (১৪ মার্চ) স্কিম পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি তে সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন: ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৩ শিক্ষার্থী
সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে যে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় উপবৃত্তি ও অন্যান্য আর্থিক সহায়তা প্রাপ্তির আশ্বাস দিয়ে শিক্ষার্থী/অভিভাবকদের কাছ থেকে একটি প্রতারকচক্র অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট হতে অর্থ প্রাপ্তির জন্য কোন প্রকার আর্থিক লেনদেন করার প্রয়োজন হয় না তাই এ ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে।
Discussion about this post