নিজস্ব প্রতিবেদক
দেশে করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। সবশেষ তিন দিনেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে তিন হাজার। একইসঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। এ অবস্থায় সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ আরও একদফা বাড়িয়েছে। চলমান করোনা পরিস্থিতির মধ্যে ঈদের ছুটিসহ সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ছুটি ৩০ মে পর্যন্ত বাড়িয়েছি। বৃহস্পতিবার (১৪ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।
তিনি জানান, ১৬ মে ছুটির পর চারদিন সাধারণ ছুটি থাকবে। এরপর শবে কদর ও সাপ্তাহিক ছুটি রয়েছে। এরপর ঈদের ছুটি ও বাকি দিনগুলো সাপ্তাহিক ও সাধারণ ছুটির আওতায় পড়বে। ফলে ছুটি থাকবে ৩০ মে পর্যন্ত।
সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর সম্ভাব্য ঈদের ছুটি ২৪, ২৫ ও ২৬ মে। এর আগে ২১ মে শবে কদর এবং ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি মিলে সাধারণভাবেই ঈদের ছুটি হবে ছয় দিন। এ ছুটির পর কার্যদিবস ২৭ ও ২৮ মে। এর পর ২৯ ও ৩০ মে সাপ্তাহিক ছুটি।
Discussion about this post