শিক্ষার আলো ডেস্ক
১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ বয়স ৩৫ বছর অতিক্রম করা প্রার্থীদের ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে এ বিষয়ে একটি রুল জারি করা হয়েছে।
সোমবার হাইকোর্টের বিচার বিচারপতি মোঃ খসরুজ্জামান এবং বিচারপতি কে এম জাহিদ সারওয়ার-এর দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানী করেন সিনিয়র আইনজীবী শাহ মনজুরুল হক। তাকে সহযোগিতা করেছেন অ্যাডভোকেট মোঃ শাহীনুজ্জামান এবং অ্যাডভোকেট মোহাম্মদ উল্লাহ।
বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট মোহাম্মদ উল্লাহ বলেন, এনটিআরসিএ কর্তৃক সদ্য প্রকাশিত ৫ম গণবিজ্ঞপ্তিতে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২০ উত্তীর্ণ বয়স ৩৫+ চাকরিপ্রার্থীদের ৫ম চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন এর সুযোগ দেওয়ার জন্য মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চ নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, শিক্ষক নিবন্ধন নীতিমালায় সনদের মেয়াদ তিন বছর। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এ নীতিমালা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এজন্য ১৭তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও ৭০০ এর অধিক প্রার্থী আবেদনের সুযোগ হারাতে বসেছিলেন। তবে আদালতের নির্দেশনা আসায় এখন তারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।
প্রসঙ্গত, ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০২০ খ্রিষ্টাব্দের ২৩ জানুয়ারি। বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করতে প্রায় চার বছর সময় লেগে যায়। ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদনের সময় আবেদনকারী অনেকের বয়স ৩১, ৩২, ৩৩ এবং ৩৪ বছর থাকলেও চূড়ান্ত ফলাফল প্রকাশ হওয়ার পর অনেকের বয়স ৩৫ বছর পার হয়ে গেছে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি একই দাবিতে এনটিআরসিএ’র কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন ১৭তম নিবন্ধনের ৩৫ ঊর্ধ্বরা। এছাড়া আবেদনের সুযোগ চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসিএ’র চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। আবেদনের সুযোগ না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারীও দেন আন্দোলনকারীরগণ!
Discussion about this post