শিক্ষার আলো ডেস্ক
তীব্র দাবদাহে পরবর্তী তারিখ ঘোষিত না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সারাদেশের কলেজসমূহে ক্লাস বন্ধ থাকবে। শনিবার (২০ এপ্রিল) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে একই কারণে দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ৭ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ শনিবার (২০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, সারাদেশের উপর দিয়ে চলমান তাপদাহ ও আবহাওয়া দপ্তরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে মাউশি অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পূর্বনির্ধারিত ছুটি শেষে ২১/৪/২০২৪ তারিখে খোলার পরিবর্তে আগামী ২৮/৪/২০২৪ তারিখে যথারীতি খুলবে।
আরও পড়ুনঃদেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ৭ দিন বন্ধ রাখার নির্দেশ
একই সাথে প্রাথমিক বিদ্যালয়ও ৭ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
উল্লেখ্য গত কদিন ধরেই প্রচণ্ড গরম চলছে দেশের সব অঞ্চলেই। এতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এ অবস্থায় দেশব্যাপী তিন দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস।
Discussion about this post