শিক্ষার আলো ডেস্ক
রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া পাবনার ঈশ্বরদী উপজেলার তরুণ বিজ্ঞানী তাহের মাহমুদ তারিফ (১৮) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মঙ্গলবার (৭ মে) ঈশ্বরদী—পাবনা সড়কের কালিকাপুর এলাকায় সিএনজি—ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা নেওয়ার পথে বিকেলে তারিফ মারা যায়। বিজ্ঞানের সামগ্রী কেনার জন্য তারিফ পাবনা যাচ্ছিল।
জানা গেছে, দাশুড়িয়া থেকে পাবনাগামী একটি সিএনজি উল্লেখিত স্থানে এসে থেমে থাকা ট্রাকের সাথে সজোড়ে ধাক্কা দিলে সিএনজির সামনে বসে থাকা তারিফ মাহমুদ গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তারিফ মাহমুদকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করে এবং ঢাকা নেয়ার পথেই তারিফ মাহমুদের মৃত্যু ঘটে।তাঁর অকাল মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুনঃ বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিকী সকল শিক্ষা প্রতিষ্ঠানকে পালনের নির্দেশ
তাহের মাহমুদ তারিফ ঈশ্বরদী পৌর শহরের নারিচা এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। সে ঈশ্বরদী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষা অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিল।
করোনার সময় অল্প খরচে বাতাস থেকে অক্সিজেন উৎপাদন প্ল্যান্ট তৈরি করে দেশব্যাপী তাক লাগিয়েছিল তাহের মাহমুদ তারিফ। তখন সে ঈশ্বরদী সরকারি সাঁড়া মাড়োয়ারি স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। করোনার আগে তার বাবা শ্বাসকষ্টে মারা যান। বাবার মৃত্যুর ঘটনায় তাহের মাহমুদ অক্সিজেন প্ল্যান্ট তৈরির পরিকল্পনা শুরু করে।
২০২১ সালে ৮ জুন ঈশ্বরদীর ইউএনও কার্যালয়ে সাংবাদিকদের অক্সিজেন জেনারেটরটির উদ্ভাবন সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরেন তাহের মাহমুদ তারিফ। ক্ষুদে এই বিজ্ঞানীর সাফল্যে ২০২২ সালে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণে তাকে ‘শেখ রাসেল’ পুরস্কৃত করা হয়।২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত চারটি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় জেলা পর্যায়ের শ্রেষ্ঠ খুদে বিজ্ঞানী হিসেবে পুরস্কার লাভ করেন।
ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম বলেন, আমরা একজন ক্ষুদে বিজ্ঞানী ও মেধাবী শিক্ষার্থী হারালাম।তার আরও বেশ কিছু আবিষ্কার রয়েছে। সেগুলো আইসিটি মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
Discussion about this post