শিক্ষার আলো ডেস্ক
এসএসসি ফেল হওয়া পরীক্ষার্থীদের মন খারাপ না করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শিক্ষার্থীদের অভিভাবকদেরও কিছু পরামর্শ দিয়েছেন তিনি।
রবিবার সকালে তাঁর হাতে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
এসএসসি পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা পাস করেছে তাদের ও তাদের অভিভাবক, শিক্ষক সবাইকে আমার অভিনন্দন। যারা অকৃতকার্য হয়েছে, ফেল করেছে তাদের বলবো—মন খারাপ যাতে না করে। এবার হয়তো কোনও কারণে তারা পারেনি। তবে এজন্য বাবা-মা যেন তাদের গালাগাল না করেন। তাদের মন এমনিতেই তো খারাপ। কেন সে পারলো না সেটা খুঁজে বের করে পড়াশোনায় মনোযোগী করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২০ লাখ ২৪ হাজার পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ১০ লাখের বেশি ছাত্রী। ছাত্র ৯ লাখের বেশি। ছাত্রীর সংখ্যা বেশি হওয়া অবশ্যই ভালো দিক। তবে ছাত্রের সংখ্যা কেন কমছে, কারণটা খুঁজে বের করতে হবে।
আরও পড়ুনঃ এসএসসিতে সকল বোর্ডের ফলাফল
তিনি আরো বলেন, অনেকে কিশোর গ্যাংয়ে জড়িয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে দেখতে হবে। তাদের ফিরিয়ে আনতে হবে। ছাত্র কমে যাওয়ার বিষয়টি বিবিএস দেখতে পারে। শিক্ষা বোর্ডগুলোকেও এ নিয়ে কাজ করতে হবে।ডিজিটাল যুগের ছেলে মেয়েদের মেধা এমনিতেই বেশি। তাদের মেধা বিকাশের সুযোগটা দিতে হবে।
এসময় তিনি শিক্ষার মানোন্নয়নে তার সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন,‘২০০৯ সালে যখন আবার ক্ষমতায় আসি তখন দেখি সাক্ষরতার হার কমে ৪৪ ভাগে নেমে এসেছে। আবার আমরা উদ্যোগ নিই, আজ আমাদের ৭৬ ভাগের মতো সাক্ষরতার হার। এটা আমাদের ১৫ বছরের বিরাট অর্জন বলে মনে করি। সেই সঙ্গে আমাদের শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে।
আমরা প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান করে দিচ্ছি। প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় এবং প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি। কারিগরি শিক্ষায় অংশগ্রহণের হার ২২ ভাগে উন্নীত হয়েছে। এটা ২০৩০ সালের মধ্যে ৩০ ভাগ এবং ২০৪১ সালের মধ্যে ৪১ ভাগ করার পরিকল্পনা আছে।’
শিক্ষাই জাতির মেরুদণ্ড উল্লেখ করে সরকারপ্রধান বলেন, শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া কখনো উন্নতি করা যায় না। সেজন্য আমাদের সরকার সবসময় শিক্ষাকে গুরুত্ব দিয়ে থাকে। শিক্ষা খাতে আমরা যে ব্যয় করি, এটাকে আমরা ব্যয় বলি না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে গেছেন, এটা বিনিয়োগ। শিক্ষাতে আমরা বিনিয়োগ করি।’
Discussion about this post