শিক্ষার আলো ডেস্ক
আজকের প্রকাশিত এসএসসির ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ঢাকাবোর্ডে সেরা হয়েছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল। স্কুলটির ২৮৫ জন শিক্ষার্থীর ২৮৪ জনই জিপিএ-৫ পেয়েছে। পাস করেছে শতভাগ শিক্ষার্থী।
দ্বিতীয় অবস্থানে আছে ঢাকার রাজউক উত্তরা মডেল স্কুল। এ স্কুলের ৭৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫৮ জনই জিপিএ-৫ পেয়েছে। পাস করেছে শতভাগ শিক্ষার্থী।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানীর হলি ক্রস গার্লস হাইস্কুল। ২৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৫ জন জিপিএ-৫ পেয়েছে। পাস করেছে শতভাগ শিক্ষার্থী।
আরও পড়ুন: এসএসসিতে সকল বোর্ডের ফলাফল
চতুর্থ অবস্থানে রয়েছে শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস স্কুল। শতভাগ পাসের পাশাপাশি স্কুলটির ৬৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৯৯ জন।
পঞ্চম অবস্থানে রয়েছে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল। এ স্কুলের ৭৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬২২ জন। পাস করেছে শতভাগ শিক্ষার্থী।
ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল। ৫৬১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪০৫ জন। পাস করেছে শতভাগ শিক্ষার্থী।
সপ্তম অবস্থানে রয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। এ স্কুলের ২ হাজার ১৯৫ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫২৮ জন। অকৃতকার্য হয়েছে ৩৪ জন। পাসের হার ৯৮ দশমিক ৪৫ শতাংশ।
তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে সেন্ট জোসেফ হাইস্কুল। ১৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩৮ জন। পাসের হার শতভাগ।
নবম অবস্থানে রয়েছে সেন্ট গ্রেগরি হাইস্কুল। এ স্কুলের ২৫১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫৯ জন। পাস করেছে শতভাগ শিক্ষার্থী।
দশম অবস্থানে রয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল। ২ হাজার ৪১১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৫৬ জন। পাসের হার ৯৯ দশমিক ৫৯ শতাংশ।
Discussion about this post