কুষ্টিয়ার সকল প্রকার দোকানপাট ও শপিংমলে উপচে পড়া ভিড় এবং অসচেতনতার কারণে করোনাভাইরাস সংক্রমণের ভয়াবহতা বেড়ে যাওয়ার আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুষ্টিয়ায় সকল প্রকার দোকানপাট শপিংমল বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন ব্যবসায়ীদের সাথে বৈঠক চলাকালীন সময়ে এ ঘোষণা দেন।
তবে চিকিৎসা সংশ্লিষ্ট জরুরি সেবা যেমন, ফার্মেসি সার্বক্ষণিক খোলা থাকবে। এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্য, কৃষিপণ্য পরিবহনের যানবাহন এর আওতামুক্ত থাকবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচাবাজারের ক্ষেত্রে জেলা প্রশাসন থেকে পূর্বের জারি করা নির্দেশনা বহাল থাকবে।
Discussion about this post