শিক্ষার আলো ডেস্ক
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। একইসঙ্গে পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট নন এমন ঊর্ধ্বতন কর্মকর্তারাও যাবেন না কেন্দ্র পরিদর্শনে।শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি ও ভোগান্তি কমাতে এই উদ্যোগ এ কথা নিজেই বলেছেন শিক্ষামন্ত্রী ।
প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন ঘটা করে কেন্দ্র পরিদর্শনে যেতেন শিক্ষামন্ত্রীসহ মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তারা। এই রেওয়াজ শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের ভোগান্তি সৃষ্টি করে বলে মনে করেন নওফেল।
রোববার (৪ ফেব্রুয়ারি) সচিবালয় এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা আইন অনুযায়ী, কোনো মন্ত্রী, সচিব বা অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে যেতে পারেন না। এ জন্য মন্ত্রী হিসেবে আমিও যাব না। পরীক্ষা কক্ষে শুধু পরীক্ষা সংশ্লিষ্টরা থাকবেন।
আরও পড়ুনঃ আলোচিত ‘শরীফার গল্প’ বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত
তিনি বলেন, শুধু আমি নই, পরীক্ষা সংক্রান্ত কাজের লোক ছাড়া অন্য কেউ কোনো কেন্দ্রে যেতে পারবেন না। একজন মন্ত্রী যাওয়া মানে একটি ঝামেলা তৈরি করা। কারণ, মন্ত্রী যে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাবেন, সেখানে গণমাধ্যমসহ বহু মানুষ যান। পাশাপাশি আরও কিছু প্রক্রিয়া আছে, যেগুলোর কারণে ওই কেন্দ্রের পরীক্ষার্থীরা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যায়।
নওফেল বলেন, পরীক্ষা শুরুর দিনে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অফিস করব। সেখানে বসেই পরীক্ষার খবরাখবর নেব। সুনির্দিষ্ট একটি কেন্দ্রে গিয়ে লাভ নেই। বরং মন্ত্রী কোনো কেন্দ্রে না গেলে মিডিয়া ঘুরে ঘুরে কেন্দ্রগুলোর ওপর রিপোর্ট করবে। সেখানে যদি অনিয়মের চিত্র ভেসে আসে, তাহলে ব্যবস্থা নেওয়া সহজ হবে।
আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। চলতি বছরের এসএসসি, দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় তিন হাজার ৭০০টি কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
Discussion about this post