শিক্ষার আলো ডেস্ক
আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা এগিয়ে নিতে কাজ চলছে এবং এলোমেলো শিক্ষা সূচিকে পুরোনো সূচিতে ফেরাতে পরিকল্পনার কথা জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা। বোর্ড সংশ্লিষ্টদের মতে বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী বছরের জুন-জুলাই মাসে বর্ষা মৌসুম থাকে। চলতি বছরেও বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করতে হয়েছে। ফলে বোর্ডগুলো চায় শুষ্ক মৌসুমে পুরোনো সূচিতে পরীক্ষা নিতে ।
এর আগে ২০২০ সালের এসএসসি পরীক্ষা ১ ফেব্রুয়ারি থেকে শুরু হলেও করোনা সংক্রমণের কারণে সে বছর এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাশ দেয়া হয়। কোভিড শুরু পরের বছর ২০২১ সালের এসএসসি পরীক্ষা ১৪ নভেম্বর এবং এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর থেকে শুরু হয়, ২০২২ সালের এসএসসি পরীক্ষা ১৯ জুন এবং এইচএসসি পরীক্ষা ২২ আগস্ট থেকে শুরু হয়, ২০২৩ সালের এসএসসি পরীক্ষা ৩০ এপ্রিল এবং এইচএসসি পরীক্ষা ১৭ আগস্ট থেকে শুরু হয়, সর্বশেষ চলতি বছর (২০২৪ সাল) এসএসসি পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা আগামীকাল রবিবার (৩০ জুন) থেকে শুরু হবে।
আরও পড়ুনঃ আজ থেকে ৪৪ দিন বন্ধ থাকবে কোচিং সেন্টার
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার সংবাদমাধ্যমকে জানান, ইতোমধ্যে আমরা চলতি বছরের এসএসসি পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে নিয়েছি। কিন্তু বিভিন্ন কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করতে দেরি হয়ে যায়। তবে আগামী বছর থেকে পুরোনো সূচি অনুযায়ী এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর চেষ্টা করছি।
এর আগে গত ২৫ জুন আগামী ৩০ জুন অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা দুইমাস পেছাতে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরীক্ষার্থীদের পক্ষে এই স্মারকলিপি জমা দেন বেশ কয়েকজন পরীক্ষার্থী।
অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন, ‘পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। ৩০ জুন থেকে পরীক্ষা শুরু করতে এরইমধ্যে সব কার্যক্রম সম্পন্ন করেছে।’
Discussion about this post