শিক্ষার আলো ডেস্ক
রবিবার (৭ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এসএসসি-এইচএসসি ২০২৩ ও ২০২৪ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল গণমাধ্যমকর্মীদের আহ্বান জানিয়ে বলেন,শিক্ষা ক্ষেত্রে ভোগান্তি রোধ এবং সেবা নিশ্চিত করতে বেশি বেশি সংবাদ প্রকাশ করতে হবে।
শিক্ষামন্ত্রী আরো বলেছেন, বাক স্বাধীনতার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলে আমরা নানা অসঙ্গতি ও দুর্নীতি নির্মূল করতে পারবো। গণমাধ্যমে যতবেশি রিপোর্টিং করা হবে, তত বেশি ব্যবস্থা নেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে।’
গণমাধ্যম কর্মীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘নানা ধরনের শিক্ষা সংক্রান্ত সেবা পাওয়া আমাদের অধিকার। যারা দায়িত্বপ্রাপ্ত তারা অনেক সময় মানুষকে আটকে রেখে সময়ক্ষেপণ করেন। তারা যাতে সেবা থেকে মানুষকে বঞ্চিত করতে না পারেন, এ জন্য অবশ্যই অসঙ্গতিগুলো প্রকাশ (গণমাধ্যমে) করবেন। এর মাধ্যমে জনগণের যে চাহিদা এবং বঙ্গবন্ধু কন্যার নির্দেশনা, সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো।’
প্রথাগত চিন্তার মধ্যে আটকে না থেকে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের আহ্বান জানান শিক্ষামন্ত্রী। সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা ভালো ফল করেছে, তাদের আমরা অবশ্যই উৎসাহ দেবো। সঙ্গে দক্ষতা অর্জন করতে হবে। জীবন পরিচালনা শিখতে হবে। মেধাশ্রম যারা দেবেন শুধু তারা সম্মানিত হবেন, কায়িক শ্রম যারা দেবেন তারা সম্মানিত হবে না, সেই মানসিকতা যেন তৈরি না হয়।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীরা যেন সংকীর্ণ প্রথাগত চিন্তার মধ্যে আটকে না থাকে, শুধু ফলাফলে যেন আটকে না থাকে। বড় চিন্তা করতে হবে। ফলফলই জীবনের সবকিছু নয়। পৃথিবীর অনেক বড় বড় বিজ্ঞানী ছিলেন, ফলাফলের দিক থেকে সেই অর্থে এগিয়ে ছিলেন না। কিন্তু বিজ্ঞানের শাখা-প্রশাখায় তাদের ব্যাপক অবদান। বিশ্বকবি রীবন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রথাগত শিক্ষায় ভালো ফলাফল করেননি। বঙ্গবন্ধু কন্যা ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছেন, তোমরা দক্ষ হও, অনেক ভাষা শেখো, শুধু ইংরেজি নয়।’
আরো পড়ুন- নতুন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ঘাটতি দূরীকরণে ‘অধ্যাপক রিসোর্স পুল’
শিক্ষামন্ত্রী বলেন, ‘দক্ষতা অর্জন করতে হবে। শুধু বিশ্ববিদ্যালয় পাস করলেই চাকরি পাওয়া যাবে, এমন নিশ্চয়তা বিশ্বের কোথাও নেই। তাই বিশ্বনাগরিক হওয়ার চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমরা আশপাশের দেশগুলোকে দেখি, নানা ভাষা শিখে তারা আমাদের দেশে এসে চাকরি করছে। আমাদের পক্ষেও সেটা পারা সম্ভব।’
Discussion about this post