শিক্ষার আলো ডেস্ক
সরকারের বিদ্যমান কোটাপদ্ধতি সংশোধন করে ২৩ জুলাই ২০২৪ প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, স্বশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং বিভিন্ন করপোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে এই প্রজ্ঞাপন প্রযোজ্য হবে। এই প্রজ্ঞাপনে নারী, মুক্তিযোদ্ধার নাতি-নাতনি ও জেলা কোটা রাখা হয়নি।
প্রজ্ঞাপনে যা বলা হয়েছে
সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠীর সরকারি কাজে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সব গ্রেডে নিম্নরূপভাবে কোটা নির্ধারণ করা হলো—
ক. মেধাভিত্তিক ৯৩ শতাংশ
খ. মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য ৫ শতাংশ
গ. ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১ শতাংশ
ঘ. শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ
নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্যপদ সাধারণ মেধাতালিকা থেকে পূরণ করা হবে।
Discussion about this post