শিক্ষার আলো ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনে জড়িতদের গ্রেপ্তার করতে গিয়ে কয়েকজন এইচএসসি পরীক্ষার্থীকেও সম্প্রতি আটক করেছে পুলিশ। এর প্রতিক্রিয়ায় পরীক্ষায় না বসার সিদ্ধান্ত জানায় স্বনামধন্য বেশ কয়েকটি কলেজের এইচএসির পরীক্ষার্থীরা। বুধবার (৩১ জুলাই) কলেজগুলোর ২০২৪ ব্যাচ’র শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠানো বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।এর মধ্যে স্থগিত করা হয়েছে ১০ আগস্ট পর্য ন্ত সকল এইচএসসি পরীক্ষা!
আজ বৃহস্পতিবার (১ আগষ্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশের হেফাজতে থাকা ৩ জন এইচএসসি পরীক্ষার্থীকে আইনি সহায়তা দিতে আইনজীবী নিয়োগ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এ জন্য এইচএসসি পরীক্ষার্থীদের আটকের বিষয়ে তথ্য দেওয়ার জন্য একটি ই-মেইল খোলা হয়েছে। এ বিষয়ে helphsc24@gmail.com ঠিকানায় মামলার নম্বর, আটক পরীক্ষার্থীর এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি এবং ঠিকানা দেওয়ার অনুরোধ করছে শিক্ষা মন্ত্রণালয়।
আরও পড়ুনঃ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার
সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে সংঘর্ষে প্রাণহানি ও সহিংসতার ঘটনার বিচার এবং গ্রেফতারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তির দাবিতে এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা দেয়া কলেজগুলোর মধ্যে রয়েছে নটর ডেম কলেজ, ঢাকা কলেজ, ভিকারুননিসা স্কুল এন্ড কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, বিএএফ শাহীন কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজসহ আরও বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা।
বিবৃতিগুলোতে জানানো হয়, যতদিন পর্যন্ত না সকল অন্যায়ভাবে গ্রেফতারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেয়া হয় তারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন না।
Discussion about this post