শিক্ষার আলো ডেস্ক
দেশে পৌঁছেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
রাত ৮টায় বঙ্গভবনে দেশের অর্ন্তবর্তীকালীন সরকার প্রধান হিসেবে শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৫ উপদেষ্টা শপথ নেবেন। এ উপলক্ষ্যে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বঙ্গভবনের দরবার হলে বিভিন্ন শ্রেণি-পেশার ৪শ মানুষ উপস্থিত থাকবেন। বুধবার এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এসব বিষয়ে নিশ্চিত করেন। তবে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা, অন্য উপদেষ্টাদের নাম এবং সরকারের মেয়াদ কতদিন হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
এদিকে দেশের অনাকাঙ্ক্ষিত মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নিতে রাজি হওয়ায় ড. ইউনূসকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর মধ্যে রাজনৈতিক দল, ব্যবসায়ী নেতা, বিদেশি দূতাবাস, পেশাজীবী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
আরও পড়ুনঃ ড. মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব
এদিকে শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতের দেওয়া কারাদণ্ড থেকে বুধবার খালাস পেয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। শ্রম আপিল ট্রাইব্যুনাল বুধবার ওই রায়ের বিরুদ্ধে ড. ইউনূসসহ অন্যদের করা আবেদনের শুনানি শেষে এ রায় দিয়েছেন। ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। ফলে সরকারপ্রধান হিসাবে শপথ নিতে তার কোনো আইনগত বাধা নেই।
মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে সিদ্ধান্ত হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন ড. ইউনূস।
কোটা সংস্কার দাবিতে গত ১ জুলাই শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলন। ওই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর মুহুর্মুহু গুলি, গণগ্রেফতার এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও সংঘর্ষ একপর্যায়ে সরকার পতনের একদফা দাবিতে রূপ নেয়। এরই ধারাবাহিকতায় রোববার কারফিউ ভেঙে গণভবন অভিমুখো লাখো মানুষের ঢল নামলে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর মঙ্গলবার দুপুরে বঙ্গভবন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন।
Discussion about this post