শিক্ষার আলো ডেস্ক
তরুণরা দেশকে রক্ষা করেছে,তরুণ প্রজন্ম বিপ্লবের মাধ্যেমে স্বাধীনতা এনেছে, সেটাকে রক্ষা করতেই হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে। নয়তো এই স্বাধীনতার কোন মূল্য নেই- এমন মন্তব্য করেছেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
আজ দুপুর সোয়া ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সুধীজনের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।
আন্দোলনে শহীদ ছাত্র আবু সাঈদের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি!
কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার আবু সাঈদের কথা মনে পড়ছে। যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ ভুলতে পারবে না। কী অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপর থেকে আর কোনও যুবক, কোনও যুবতী আর হার মানেনি। সামনে এগিয়ে গেছে এবং বলেছে, যত গুলি মারো, মারতে পারো; আমরা আছি।’
এর আগে বৃহস্পতিবার বেলা ২টা ১০ মিনিটের দিকে ইউনূস ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এসময় তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান, পুলিশ প্রধান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।।
আরও পড়ুনঃ ড. মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব
তরুণদের প্রশংসা করে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘এরা (তরুণরা) এ দেশকে রক্ষা করেছে। নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে। এই বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুতগতিতেত এগিয়ে যেতে পারে।এমন সরকার হতে হবে যে মানুষকে রক্ষা করবে।যাকে দেখে বুক ফুলে উঠবে।
অধ্যাপক ইউনূস শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এ স্বাধীনতাকে রক্ষা করতে হবে। প্রতিটি মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে। স্বাধীনতার অর্থ হলো, দেশ তোমাদের হাতে। তোমাদের মনের মতো করে গড়তে পারো। পালটে ফেলতে পারো। পুরোনোদের বাদ দাও। তোমাদের মধ্যে সৃজনশীলতা আছে, তাকে কাজে লাগাও।
দেশের মানুষকে তাঁর ওপর আস্থা বিশ্বাস রাখার আহ্বান জানিয়ে বিশ্ববরেণ্য এ অর্থনীতিবিদ বলেন, ‘দেশের কোথাও কোথাও হামলা, ভাংচুর হচ্ছে। এসব ষড়যন্ত্রের অংশ। আমার উপর যদি আস্থা রাখেন, তবে আমার কথা শুনতে হবে। আপনারা আমার ওপর বিশ্বাস রাখুন, দেশের কোথাও কোনো হামলা হবে না।’
দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে অধ্যাপক ইউনূস বলেন, মানুষ মানুষকে আক্রমণ করছে। সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে । সবাইকে রক্ষা করা আমাদের কাজ। প্রতিটা মানুষ আমাদের ভাই। বিশৃঙ্খলা অগ্রগতির বড় শত্রু। আইন-শৃঙ্খলা রক্ষা করা আমাদের প্রথম কাজ।
গত ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে ড. ইউনূসের।
Discussion about this post