শিক্ষার আলো ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি অথবা বিশেষ সুবিধা দাবি করলে থানায় সোপর্দ করার আহ্বান জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
শনিবার (১৭ আগস্ট) বিকেলে কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতায় আহতদের দেখতে কুর্মিটোলা হাসপাতালে যান তিনি। সেখানে সাংবাদিকদের এ কথা বলেন।এ সময় তার সঙ্গে ছিলেন আরেক সমন্বয়ক সারজিস আলম ।
হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা দেখেছি যে, সমন্বয়ক ও সহ-সমন্বয়ক পরিচয়ে ব্যানার টানিয়ে ফান্ড সংগ্রহ করা হচ্ছে। এক লাখ ৮০ হাজার টাকাসহ একটা পক্ষকে আমরা হাতেনাতে ধরেছি। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা কোনো ধরনের আর্থিক লেনদেনের সঙ্গে সম্পর্কিত না।”
আরও পড়ুনঃ
ধানমন্ডি ৩২ নম্বরে অনাকাঙ্ক্ষিত ঘটনায় যা বললেন সমন্বয়ক সারজিস আলম
হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি নাম-সর্বস্ব সমন্বয়ক ও সহসমন্বয়কের উৎপাত বেড়ে গেছে। অনেক বেশি সেবা-সুবিধা দিতে গিয়ে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যহত করছে। সেজন্য আহতদের চিকিৎসার জন্য একটি আলাদা ইউনিট করা হয়েছে। সেখানে চিকিৎসার জন্য কোনও অর্থ লাগবে না।
তিনি বলেন, আমরা দেখেছি যে সমন্বয়ক ও সহসমন্বয়ক পরিচয়ে ব্যানার টানিয়ে ফান্ড কালেকশন করা হচ্ছে। আমরা হাতেনাতে ১ লাখ ৮০ হাজার টাকাসহ একটা পক্ষকে ধরেছি। আমরা স্পষ্ট করে দিতে চাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৫ জুন থেকে যখন আন্দোলন করছে আজ পর্যন্ত আমরা কোনও ধরনের আর্থিক লেনদেনের সঙ্গে সম্পর্কিত না। আমাদের যদি কোনও ধরনের আর্থিক সহায়তার প্রয়োজন হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হবে।
Discussion about this post