শিক্ষার আলো ডেস্ক
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ড. শেখ আব্দুর রশিদকে। তিনি আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।
শনিবার (১৭ আগষ্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত জারি করা এক প্রজ্ঞাপনে চুক্তিভিত্তিক এই নিয়োগের তথ্য জানানো হয়।
অতিরিক্ত সচিবের দায়িত্বে থেকে অবসরে যাওয়া এই কর্মকর্তা বিসিএস ৮২তম ব্যাচের ছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত সচিব থেকে অবসরে যান বলে জানা গেছে।
আরও পড়ুন-আহত ছাত্র জনতার চিকিৎসার সকল ব্যয় সরকারের,বিশেষ নির্দেশনা
এর আগে শিক্ষা সচিব সোলেমান খানকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে বদলি করা হয়। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
Discussion about this post