শিক্ষার আলো ডেস্ক
পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে নিয়োগের জন্য ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ সুপারিশ করা হয়েছে। বুধবার বিকেলে প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়। নির্ধারিত লিংকে প্রবেশ করে প্রার্থীরা চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করতে পারছেন।
জানা গেছে, নির্ধারিত লিংকে (http://103.230.104.210:8088/ntrca/c5/app/login.php?type=19&sfnsn=wa) প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রার্থীরা চূড়ান্ত সুপারিশ পত্র ডাউনলোড করতে পারছেন।
চূড়ান্ত সুপারিশপত্র অনলাইন থেকে ডাউনলোড করে প্রার্থীরা স্কুল-কলেজ-মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক পদে যোগদানের সুযোগ পাবেন।
জানা গেছে, ৯৬ হাজার ৭৩৬টি শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য পঞ্চম গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। প্রার্থী না থাকায় ২২ হাজার ৩৩ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়।
Discussion about this post