শিক্ষার আলো ডেস্ক
অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, এই সরকার কোনও রাজনৈতিক সরকার নয়, প্রশাসনিক সরকারও নয়। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের কারও প্রতি কোনও রাগ-অনুরাগ নাই। এই সরকারের কোনও এজেন্ডাও নাই। তাই জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে সিন্ডিকেটের সঙ্গে কোনও কম্প্রোমাইজে যাবে না সরকার। বাজার সিন্ডিকেটের সঙ্গে নো কম্প্রোমাইজ।
বুধবার (২৮ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অত্যাবশ্যকীয় পণ্যের উৎপাদন, সরবরাহ ব্যবস্থা, বাজার পরিস্থিতিসহ সার্বিক মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
আরও পড়ুনঃ শিক্ষাপ্রতিষ্ঠানে পদত্যাগে বল প্রয়োগ করা যাবে না: শিক্ষা উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা জানান, জ্বালানি, সার, খাদ্যপণ্যসহ অতি প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করতে হলে ডলার সংকট হবে না। এলসির সমস্যা রাতারাতি কেটে যাবে না, তবে ধীরে ধীরে তা কমে আসবে।
ডলার সংকট কেটে গেছে বলে মনে করেন কি না- এমন প্রশ্নে সালেহউদ্দিন আহমেদ বলেন, এসেনসিয়াল জিনিস সার, কীটনাশক, জ্বালানি, খাদ্য এগুলোর কোনো কিছুই আটকাচ্ছে না। যেভাবেই হোক বাংলাদেশ সরকার ম্যানেজ করছে। কোথা থেকে দিচ্ছে সেটা আপনারাও জানেন।
তিনি বলেন, কিছু কিছু জায়গা আছে সময় লাগবে, তবে অতি প্রয়োজনীয় কোনো কিছু আটকাবে না। খাদ্যপণ্যের রাশিয়ান একটি জাহাজ ক্লিয়ার করে দিতে বলা হয়েছে।
ব্যবসায়ী নেতাদের সঙ্গে কি বিষয়ে আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যবসায়ীরা অযৌক্তিক কোনো কিছু চাননি। ব্যবসার ক্ষেত্রে কিছু বাধা আছে, বন্দরে কিছু সমস্যা আছে, সেটা যদি একটু ক্লিয়ার করা যায়। তারা এ বিষয়ে সহযোগিতা চেয়েছেন। আমরা বলেছি সেটা নিশ্চিত করা হবে।’
Discussion about this post