শিক্ষার আলো ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. মাহফুজ আলমকে।
বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মাহফুজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুর উপজেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে।
মাহফুজুলকে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, মাহফুজ আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
তাকে সচিব পদমর্যাদায় বেতন, আনুষঙ্গিক সুবিধাসহ এই নিয়োগ দেওয়া হয়েছে।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর ইউনূসের নেতৃত্বে শপথ নেওয়া অন্তর্বর্তী সরকারে এ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন প্রতিনিধি যুক্ত হলেন।
উপদেষ্টা পরিষদে আছেন দুজন, যাদের মধ্যে নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন; আরেকজন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দায়িত্ব পেয়েছেন যুব, ক্রীড়া, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের।
Discussion about this post