শিক্ষার আলো ডেস্ক
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ৪০০-এর অধিক ফাঁকা আসনে বিশেষ বিবেচনায় ভর্তির সুযোগ পেতে যাচ্ছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণরা।
এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর গণমাধ্যমকে জানান, স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশনায় বিশেষ বিবেচনায় শূন্য আসনগুলোতে পুনরায় ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে ৪১৬টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে কোটাসহ সরকারি মেডিকেলে ৭৬ এবং বেসরকারি মেডিকেলে ৩৪০টি আসন ফাঁকা রয়েছে।
আগামী শুক্রবার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত সরকারি মেডিকেলে কলেজে শূন্য আসনে ভর্তির জন্য আবেদনগ্রহণ চলবে। এরপর সেগুলো যাচাই-বাছাই শেষে ১৮ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।১৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন ফি দেওয়া যাবে। আগামী ১৮ সেপ্টেম্বর নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে। ১৯ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থী ভর্তি শুরু হয়ে চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া ১৮ সেপ্টেম্বর থেকে বেসরকারি মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে আবেদনগ্রহণ হবে।
বেসরকারি মেডিকেলে বিশেষ বিবেচনায় তৃতীয় মাইগ্রেশনের অনলাইনে আবেদনগ্রহণ শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। যা চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৩০ সেপ্টেম্বর। শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে ১ অক্টোবর। যা চলবে ৯ অক্টোবর পর্যন্ত।
Discussion about this post