শিক্ষার আলো ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনের কারণে স্থগিত হওয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। আগামী নভেম্বর মাসে এ পরীক্ষা আয়োজন করা হতে পারে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) পিএসসি’র নীতি নির্ধারণী পর্যায়ের সভায় প্রাথমিকভাবে এ আলোচনা হয়েছে। একই সঙ্গে পরীক্ষা আয়োজনে সংশ্লিষ্টদের প্রস্তুতি নেওয়ার আহবান জানানো হয়েছে।
এর আগে গত ২৫ আগস্ট ৪৬তম বিসিএসের আবশ্যিক ও পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা স্থগিতের কথা জানায় পিএসসি।
গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে চাকরিপ্রার্থীরা অংশ নেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা হয়। ৪৬তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছেন।
Discussion about this post