শিক্ষার আলো ডেস্ক
টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৫ এর ফলাফলে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
বুধবার (৯ অক্টোবর) প্রকাশিত তালিকায় স্থান পাওয়া দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো হলো- নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশের মোট ১৭টি বিশ্ববিদ্যালয় এ বছর র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। গত বছর বাংলাদেশের আরও তিনটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে শীর্ষস্থান অর্জন করে এনএসইউ। গত বছরের শীর্ষ চার বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ বছর শীর্ষস্থান ধরে রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও এনএসইউ এবং নতুন তিনটি বিশ্ববিদ্যালয় শীর্ষস্থানে এসেছে।
Discussion about this post