শিক্ষার আলো ডেস্ক
সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এমসিকিউ পরীক্ষার পাশাপাশি নেওয়া হতে পারে লিখিত পরীক্ষাও। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই এটি বাস্তবায়ন করতে চায় সরকার। এই পরিবর্তনের ফলে এমবিবিএস ভর্তি পরীক্ষার ধরন বদলে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা: মো: সারোয়ার বারী গণমাধ্যমে বলেন, ‘২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস ভর্তি পরীক্ষায় এমসিকিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে। বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আমরা প্রাথমিকভাবে আলোচনা করেছি মাত্র।’
জানা যায়, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিযোগ্য শিক্ষার্থীদেরকে বাছাই করা হয় এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষার মাধ্যমে। এই প্রক্রিয়ার ফলে অনেক মেধাবী শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় ভালো করতে পারেন না। এমসিকিউয়ের মাধ্যমে নির্দিষ্ট কিছু বিষয় আয়ত্ত করে অনেকেই মেডিকেলে এমবিবিএস পড়ার সুযোগ পান বলে অভিমত প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
তবে সার্বিক বিষয় বিবেচনা করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা: মো: সারোয়ার বারী বলেন, ‘মানসিক দক্ষতা যাচাইয়ের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিকিউ পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষাও আয়োজন করে থাকে। এর মাধ্যমে সঠিকভাবে মেধার যাচাই সম্ভব বলে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। আমরাও চেষ্টা করছি যেন আগামী শিক্ষাবর্ষ থেকেই এমবিবিএস ভর্তি পরীক্ষায় এমসিকিউ এর পাশাপাশি লিখিত অংশ যুক্ত করা যায়। আগামী শিক্ষাবর্ষে সম্ভব না হলে পরের শিক্ষাবর্ষ থেকে মেডিকেলে ভর্তিতে লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে।’
Discussion about this post