শিক্ষার আলো ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা আরও ২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-২) রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনের তথ্য জানায়, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে লালডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার বেতাগা বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে বেতাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেহেরপুরের মুজিবনগর উপজেলার মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে ভবরপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলার লালমোহন উপজেলার চর কচ্ছপিয়া শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে দীপাঞ্চল সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার আলহাজ্জ নুরুন্নবী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে করা হয়েছে মধ্য রায়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
একই উপজেলার ফারজানা চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে দক্ষিণ সতানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার ফরজানা চৌধুরী রতনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে রমাগঞ্জ কিশালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার পূর্ব ফুলবাগিচা ফরজানা চৌধুরী (রত্না) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে পূর্ব ফুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলার তজিমুদ্দিন উপজেলার ফজিলাতুন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে তজুমদ্দিন আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার গোলকপুর ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে গোলকপুর হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দি বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে চান্দি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দীর্ঘভূমি বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে দীর্ঘভূমি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জের কোটালীপাড়ার ১৬২ নং বঙ্গবন্ধু মাছপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ সদর উপজেলার ১৭৯ নং শেখ ফজলুর হক মনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে ঝিনুক সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ সদর উপজেলার ২১৪ নং বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে শিউলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৭০ নং বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে বকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওই উপজেলার ৪৯ নং গিমডাঙ্গা মধ্যপাড়া শেখ ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে কদম সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার ৫১ নয় শেখ কামাল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে গোলাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার ৪৩ নং কুশলী শেখ মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
একই উপজেলার ৪৮ নং কাজীপাড়া সরদারপাড়া এস এম মুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে বেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার ৬৬ নং খান সাহেব শেখ মোশাররফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে টগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৯৬ নং শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে দোয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে যমুনা সেতু পশ্চিম পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নীলফামারীর জলঢাকা উপজেলার দক্ষিন দেশীবাই বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে দক্ষিন দেশীবাই স্বপ্নের সিঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
Discussion about this post